সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ১৭৯ জন, আর বাকি ৫৭৭ জনকে অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।


