প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সংবিধানে নেই। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এ পদ্ধতি নেই। তাই নির্বাচন কমিশনের পক্ষে আইন পরিবর্তন করে এ পদ্ধতি চালু করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচন কোন পদ্ধতিতে হবে—পিআর নাকি প্রচলিত পদ্ধতিতে—এটা নির্ধারণ করতে হলে আরপিও পরিবর্তন করতে হবে। আমরা আইন বদলাতে পারি না। সংবিধানও বদলাতে হবে। সেটা আমাদের এখতিয়ারের বাইরে।”
ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, “এটা একেবারেই সম্ভব নয়। কারণ এর জন্য আইন ও সংবিধান দুটোই সংশোধন করতে হবে। আমরা তো সংবিধান বদলাতে পারি না। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিক।”
এ সময় শাপলা প্রতীক নিয়ে এনসিপি নেতা সারজিস আলমের বক্তব্য প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা এটাকে হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কিছু বলেন। আমরা আমাদের কাজ করেই যাব।”
তিনি আরও জানান, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চাইলে তা দেওয়া হয়নি। পরে এনসিপিও চাইলে কাউকেই আর প্রতীকটি দেওয়া হয়নি।


