স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘নাগেশ্বরী ব্লাড ব্যাংক’

যে কোনো মুমূর্ষু রোগীর প্রয়োজনে ছুটে যান তারা। সময়ক্ষেপণের সুযোগ নেই—অর্থের বালাই নেই। প্রয়োজনে নিজের খরচে রক্ত পৌঁছে দেন রোগীর কাছে। এঁরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার স্বেচ্ছায় রক্তদাতা।

তাঁদের উদ্যোগে গড়ে উঠেছে ‘নাগেশ্বরী ব্লাড ব্যাংক’। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় তিনশ। কেউ ২০ বার, কেউ ১৫–১৭ বার পর্যন্ত রক্ত দিয়েছেন।

প্রতি বছর একবার হয় তাঁদের পুনর্মিলনী। গেল ২৯ আগস্ট আয়োজন করা হয় এবারের মিলনমেলা। প্রতিপাদ্য ছিল- “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে।”

অনুষ্ঠানে সেরা রক্তদাতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ বছর সেই সম্মান পেয়েছেন সুমন আহমেদ, যিনি ইতোমধ্যে ১৭ বার রক্ত দিয়েছেন। কলেজ পড়ুয়া সুমন বলেন- “মানুষকে রক্ত দিতে পারলে ভালো লাগে, মনে তৃপ্তি আসে।”

তিনি আরও জানান, সংগঠনটি প্রচারমুখী নয়। নিরবে, নিবৃত্তে মানুষের জন্য কাজ করতে চায় তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp