টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও অনিশ্চয়তায় বাংলাদেশ ক্রিকেট। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের মধ্যেই মন্তব্য করলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় টুর্নামেন্টের আগে বিতর্ক ও চাপ সামলাতে গিয়ে ক্রিকেটারদের ‘অভিনয়’ করতে হয়—এমন মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
শুক্রবার এক প্রশ্নের জবাবে শান্ত বলেন,
“আমরা কোনো বিশ্বকাপেই আশানুরূপ ফল পাইনি। গতবার আমাদের ভালো সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে আপনারা খেয়াল করলে দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগেই কোনো না কোনো ঘটনা ঘটে।”
বিশ্বকাপ-পূর্ব বিতর্কের প্রভাব খেলোয়াড়দের মানসিকতায় পড়ে বলেও স্বীকার করেন শান্ত। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন,
“একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি, এসব বিষয় আমাদের ওপর প্রভাব ফেলে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এমন অভিনয় করতে হয়, যেন কিছুই আমাদের স্পর্শ করছে না। আপনারাও জানেন, এর প্রভাব পড়ে—এটা মোটেও সহজ নয়।”
তিনি আরও যোগ করেন,
“এই জিনিসগুলো না ঘটলেই ভালো হতো। তবুও খেলোয়াড়রা সব কিছু এক পাশে রেখে দলের জন্য ভালো করার চেষ্টা করে।”
বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও শান্ত মনে করেন,
“শেষ পর্যন্ত আমরা যেখানেই খেলি না কেন, খেলোয়াড়দের এমন আচরণ করতে হবে যেন কোনো কিছুতেই সমস্যা হচ্ছে না, যাতে তারা দলের জন্য ভালো পারফর্ম করতে পারে।”
উল্লেখ্য, ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিতর্কের সূত্রপাত হয় আইপিএল ইস্যুতে। আইপিএলে ৯.২ কোটি রুপিতে চুক্তিবদ্ধ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড (বিসিসিআই)।
ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মালিক শাহরুখ খানকে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে হুমকি দেওয়া হয় বলে জানা যায়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বিসিবি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে খেলতে রাজি নয় এবং বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন চায়।
যদিও শান্ত বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, তবে তিনি আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
তথ্যসূত্র: ইএসপিএনক্রিকইনফো ডটকম


