Day: জানুয়ারি ৭, ২০২৬
নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এই দোয়া মহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন। জাহিদুল ইসলাম ধলু বলেন- দীর্ঘদিন স্বৈরশাসকের কবলে ছিল বাংলাদেশ। বিএনপি এই ১৭ বছর ধরেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা চালু করার লড়াই চালিয়ে আসছিল। অবশেষে জুলাই-আগষ্ট’২০২৪ এর গণআন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থা কায়েম করতে জাতি সক্ষম হয়েছে। এখন আমাদের লক্ষ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা…



