নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের বিআরডিবি অফিসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজশাহী বাঘা হতে আদিবাসী সম্প্রদায়ের বিয়ে বাড়ির বরযাত্রীদের বহনকারী বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়।
পথে চালক অতিরিক্ত চোলাই মদ পান করার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।
সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অধিকাংশের আঘাত সামান্য হলেও কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুরুতর আহতদের অবস্থা আশাংঙ্খজনক হওয়ায় তাদের নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। তবে বিয়ের বরসহ কয়েকজন স্বজন আলাদা মাইক্রোবাসে থাকায় তারা দুর্ঘটনায় পড়েননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোস্তাকিম হোসেন বলেন, আমি ব্যবসায়ীক কাজ থেকে ফেরার পথে দেখি নওগাঁ হতে আগত বাসটি ডিভাডরের সাথে সংঘর্ষ লেগে উল্টে গেছে। ফায়ার কর্মীরা এসে উদ্ধার করে আহতদের রোগী বাহী গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বদলগাছী ও মহাদেবপুর জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহফুজ আলম। পরিদর্শন শেষে মাওলানা মাহফুজ আলম বলেন,দূর্ঘটনাস্থল এবং হাসপাতাল দুই স্থানেই আমরা পরিদর্শন করেছি। তবে খুব বেশি ক্ষতি হয়নি। হাসপাতালে ডাক্তার ও নার্সরা চিকিৎসার কোনো টুঁটি রাখছেন না।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে কি না তা এখনো জানা যায় নি।
দুর্ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্থানীয় দায়িত্বশীল সূত্র।
জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য বদলগাছী উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন টি রিসিভ করেন নি।


