ডেস্ক রিপোর্টঃ
নওগাঁ নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসায় বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পিএম আদম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী এবং শ্রেনী মেধাভিত্তিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


