ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, মৎস কর্মকর্তা আইয়ুব আলী, সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


