ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিনবর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্ট নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুরজারল্যান্ডের অর্থায়নে সুইচকনট্যাক্ট ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ইকো-সোশ্যালয় ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ধামইরহাট পৌরসভার সম্বনিত পানিসম্পদ ও কঠিনবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মো.মোস্তাফিজুর রহমান, ইএসডিও’ রসিএমএল মো.রেদওয়ানুর রহমান, প্রায়ভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট সাইদুজ্জামান পুলক, কো-অর্ডিনেটর মুক্তারুল ইসলাম, ডব্লিউওএন্ডএমও মো.মোশাররফ হোসেন, শাপলাবানু, শাহনাজ পারভীন প্রমুখ। কর্মশালায় প্রায় শতাধিক যুবক-যুবতি অংশ গ্রহণ করেন।


