ডেস্ক রিপোর্টঃ
‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে নওগাঁ সদরের মশরপুর বাইপাস ও বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় চারটি পরিবহনের নিকট থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া জেলা পুলিশের একটি চৌকস দল পুরো অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


