সাগর মিয়া, রংপুরঃ
রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালকে ময়লা-আবর্জনামুক্ত ও আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় এ উদ্যোগের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সামসুজ্জামান সামু বলেন, “শতবর্ষী ঐতিহ্যের এই খালকে টেকসইভাবে পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শত বছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি স্থায়ী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।”
পরিচ্ছন্নতা কার্যক্রমে শুরুতে ১৭ জন শ্রমিক অংশ নেন। তারা চেকপোস্ট এলাকা থেকে খালের জমে থাকা বর্জ্য অপসারণ করে ভ্যান ও ট্রাকে করে সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছেন।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ পুনরুদ্ধার এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।


