ডেস্ক রিপোর্টঃ
কোচদের সমৃদ্ধ ও দক্ষতা বৃদ্ধিতে নওগাঁয় তিন দিনব্যাপী ক্রিকেট কোচেস কোচিং কোর্স সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা স্টেডিয়ামে কোর্সের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রীড়া অফিসার মো: আরিফুজ্জামান।
নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় নওগাঁ ক্রিকেটার্স ফোরাম এর আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটার্স ফোরামের সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সুমন আলী, ক্রিকেটার্স ফোরামের আরমান বাদশা, শাওন, জিল্লুরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
আয়োজকরা জানান, তিন দিনের প্রশিক্ষনে জেলার বিভিন্ন উপজেলার ২০জন ক্রিকেট কোচ অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর বিকেএসপির সহকারী পরিচালক মাসুদ হাসান। তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংসহ ক্রিকেটের টেকনিক্যাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে কোচরা যেমন দক্ষ হবেন এবং জেলার ক্রিকেট অঙ্গনে বিশেষ করে ভাল খেলোয়াড় গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।


