বগুড়া (শেরপুর) প্রতিনিধি:
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।
উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা সমাজসেবায় মানবিক দৃষ্টিভঙ্গি, ডিজিটাল সেবা সহজীকরণ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজকল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাতৃকেন্দ্র প্রকল্পের আওতায় ৯ জন নারী উপকারভোগীর মাঝে মোট ১,৬৮,৫০০ টাকা ঋণ বিতরণ করা হয়।


