
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সম্পদ ও জনগণের অধিকার সুরক্ষায় চাবি তুলে দিতে হবে সৎ চৌকিদারদের হাতে, চোরদের হাতে নয়। দুর্নীতিমুক্ত, জনগণমুখী ও দায়িত্বশীল সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, দেশের বঞ্চিত মানুষই তাদের প্রধান অগ্রাধিকার। “আমরা মাথায় তেল দেব না, যার চামড়া ফেটে গেছে তার গায়ে তেল মালিশ করার চেষ্টা করব,”—উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রকৃত সমস্যাগুলো সমাধান করাই হবে তাদের মূল কাজ।
তিনি আরও ঘোষণা দেন, জামায়াত থেকে নির্বাচিত কোনো প্রতিনিধি সরকারের প্লট বা বিনা ট্যাক্সের গাড়ি নেবেন না। লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়া।
চারদলীয় সরকারের সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া জামায়াতের দুই নেতার সততার উদাহরণ টেনে তিনি বলেন, আল্লাহভীতিই একজন নেতাকে জনগণের সম্পদ রক্ষায় দায়বদ্ধ রাখে।
ডা. শফিকুর বলেন, “আমাদের একার পক্ষে পরিবর্তন সম্ভব নয়। দেশের প্রতিটি ঘর থেকে জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা কাজ করি নাগরিকদের জন্য, তাই বিদেশে গিয়ে থাকতে পারিনি।”
তিনি সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আমরা আমাদের সম্পদ যারা লুট করেছে তাদের হাতে দেশের চাবি দেব না। জনগণের সম্পদের প্রকৃত পাহারাদার হবে সৎ চৌকিদাররা।”