ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি নির্বিঘ্নেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি অভিযোগ করেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই এবং একজন ভোটারকে দু’টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
আজ সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়ছেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাধিক প্রার্থী।


