গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কোনো নৌকাই ইসরাইলের আরোপিত আইনসম্মত নৌ-অবরোধ ভাঙতে কিংবা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে সক্ষম হয়নি। আটক হওয়া নৌযানগুলোর যাত্রীদের নিরাপদে ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
তবে মন্ত্রণালয় জানায়, বহরের একটি জাহাজ এখনও যাত্রা করছে। সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে তাকেও আটক করা হবে।
এর আগে ফ্লোটিলা ট্র্যাকার জানিয়েছিল, মোট ৪৪টি নৌযান নিয়ে যাত্রা শুরু করা এই বহরের মধ্যে মাত্র চারটি নৌযান গাজার পথে এগোচ্ছিল, বাকিগুলো ইসরাইলি বাহিনী আটক করেছে। গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বুধবার (১ অক্টোবর) রাতে প্রথমবার সরাসরি বাধা দেয় ইসরাইলি সেনারা। তখন কয়েকটি নৌযান থামিয়ে সরাসরি সম্প্রচারও বন্ধ করে দেয় তারা।
ফ্লোটিলায় থাকা প্রায় ৫০০ যাত্রীর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, অধিকারকর্মী ও সাংবাদিকরা। আলোচনায় আছেন বিশেষ দুই যাত্রী—জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্দলা ম্যান্ডেলা।


