বরিশালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদার। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করার আদেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে আসামি রাসেল গাজী প্রতিবেশী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যায় তার সহযোগী রোকন, রাজিব ও জাহিদকে নিয়ে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করেন।
তারা ভুক্তভোগীকে অটোরিকশায় তুলে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তাকে সারা রাত পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন সকালে তারা ভুক্তভোগীকে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা পরে গৃহবধূকে উদ্ধার করে, তবে কিছু ব্যক্তি তাকে অপমান ও মারধরও করে। পরে তিনি আহত অবস্থায় বাড়ি ফিরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার পান তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ মে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত থাকলেও আরেক আসামী রোকন খান পলাতক রয়েছেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে ভিকটিম ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। তারা ন্যায়বিচার পাওয়ায় বিচারককে ধন্যবাদ জানান।


