কক্সবাজারে সাগরে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ

কক্সবাজারের মেরিন ড্রাইভের উখিয়া অংশে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেছে দুই কিশোর। তারা দুজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো— মনখালীর নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সাঈম (১৫)। তারা দুজনই মাদারবনিয়া উপকূলীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ছয় কিশোর একসঙ্গে সৈকতে মাছ ধরতে গেলে হঠাৎ জোয়ারের স্রোতে পড়ে যায় হাবিবুল ও সাঈম। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সঙ্গে কাজ করছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রেখে জোয়ার-ভাটার সময় বিবেচনায় অভিযান চালানো হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp