
বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা। তাদের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়ার আগেই নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ২৯টি ফিশিং বোট নিয়ে জেলেরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছে। আরাকান আর্মি তাদের আটক করার পরিকল্পনা করছে— এমন তথ্য পেয়ে দ্রুত অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও জেলেরা বিদেশি জলসীমায় প্রবেশ করছে। গত এক মাসে নাফ নদীর মোহনা ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে বহু জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এখনও শতাধিক জেলে তাদের জিম্মায় রয়েছে। আটককৃতদের নিরাপদে ফিরিয়ে আনা গেলেও অপহৃতদের উদ্ধারে বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।