টাঙ্গাইলের যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি থেকে শহর যুবলীগের যুগ্ম-সম্পাদক ও ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ জনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৪ জুলাই শহরের মদের ঘরের মোড়ে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি শাহ জনি। মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp