
চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ায় একটি ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গুলশান আরা দীর্ঘ সাত বছর ধরে ওই বাড়িতে একা ভাড়া থাকতেন। তার কোনো সন্তান নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহতের বোন খুশি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার সঙ্গে দেখা হয়েছিল। বোন বাজারে যাওয়ার কথা বললেও এরপর আর যোগাযোগ হয়নি। তিনি আরও জানান, গুলশান আরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।