
নওগাঁ সদর উপজেলার তিলকপুরে অবস্থিত নগরকুসুম্বী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়-এ সোমবার বিকেলে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বল নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ আগামী প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মো. নূর ই আলম মিঠু, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, মো. ওবায়দুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, মো. আব্দুল মজিদ, সভাপতি, তিলকপুর ইউনিয়ন বিএনপি, মো. ইয়াছিন আলী নান্নু, সাধারণ সম্পাদক, তিলকপুর ইউনিয়ন বিএনপি, এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সক্রিয় সহযোগিতাকে অতিথিরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।