
নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডে জাহিদুল ইসলাম (৫০) নামে এক বিএনপি নেতার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ধুরইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত ছয়ফর আলীর ছেলে এবং ইসবপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, আজ সকালে আমার বাড়ির পাশ দিয়ে কয়েকটি মিটারের তাঁর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে সে আগুন আমার বাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এবং ফায়ারসার্ভিস এর সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগেই আগুনে আমার ৪টি ঘরের টিনের ছাউনিসহ ১টি ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে আমার প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন জানান, জয়পুরহাট এবং ধামইরহাট ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সঠিক জানা সম্ভব হয়নি।