পাবনায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যানচালক আকরাম আলী (৫৬), স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। এখনও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।আহত সবার পরিচয় এখনও জানা যায়নি তবে নিহত ও আহতরা পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


