ডেস্ক রিপোর্টঃ
নারী অধিকার নিয়ে উইমেন্স প্লাটফর্মের শিখন পর্যালোচনা, অজর্ন এবং প্রতিবন্ধকতার তুলনামূলক বিশ্লেষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাজশাহীর হোটেল ওয়ারিসনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেকস/ ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী এ কর্মশালায় থ্রাইভ পকল্পের কর্ম এলাকা নওগাঁ ও চাপাই নবাবগঞ্জ জেলার ৯টি উপজেলার ১৫টি ইউনিয়নের উইমেন্স প্ল্যাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, সহযোগী সংস্থার প্রতিনিধি , প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিযার সাংবাদিক সহ ৮৯ জন অংশগ্রহণ করেন।
এদের মধ্যে উইমেন্স প্ল্যাটফর্মের ৬জন নারী নেত্রী তাদের জীবনের সফলতার গল্প শোনান। নারীদের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা পর্বে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে তা থেকে উত্তরণের উপায় নিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন জয়পুর হাট জেলা অ্যাডভোকেসী প্ল্যাটর্ফমের সভাপতি বদিউজামান বদি, মহাদেবপুর উপজেলা অ্যাডভোকেসী প্ল্যাটফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য।
হেকস/ইপার বাংলাদেশ এর কান্টি প্রোগ্রামের পার্টনারশীপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম ডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড অ্যাডভোকেসী সাইবুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার দেবাশিষ বষাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো: হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম অফিসার রাশেদা পারভীন, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আকরামুল হক প্রমূখ।
কর্মশালাটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার রাইটস এন্ড এনটাইটেলমেন্ট পাপন কুমার সরকার। সভাপতির বক্তব্যে সাইবুন নেসা বলেন, নারীরা যে কাঠামোগত বাধার শিকার হচ্ছে সে বাধা দূর করার জন্য শিক্ষার প্রসার, দক্ষতার উন্নয়ন ও নানা কুসংস্কার থেকে বেড়িয়ে আসতে হবে।


