সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে সাবেক ডিসি সুলতানা পারভীন

কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম। তাকে চোখ বেঁধে তুলে এনে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নির্মমভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন।

এরপর সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেয়। তবে পরবর্তীতে কারামুক্ত হয়ে তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

৫ বছর ধরে মামলা চলার পর সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার তিনি জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp