সাগর মিয়া, রংপুরঃ
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের প্রার্থী হিসেবে এক বিস্তৃত উন্নয়ন ও জনকল্যাণমূলক অঙ্গীকারপত্র প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মোঃ জাহিদ হোসেন। তিনি জানান, নির্বাচিত হলে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার।
এলাকার সামগ্রিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শান্তি-শিষ্ট্র ও সহনশীল সমাজ গঠন, সন্ত্রাস–দুর্নীতি–মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে সর্বোচ্চ গুরুত্বের বিষয়। তিনি প্রতিশ্রুতি দেন, নিরাপদ পানি ও আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগ, কৃষকদের জন্য সার ও বীজ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে শিল্পকারখানা স্থাপন, ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষিপণ্য বিপণনে আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলবেন বলে উল্লেখ করেন তিনি।
অঙ্গীকারপত্রে আরও রয়েছে—ধর্মীয়, সাংস্কৃতিক ও যুবসম্প্রদায়ের উন্নয়ন, খেলাধুলায় সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি, মসজিদ–মন্দির–মক্তব–মিশনসহ সব ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা। প্রতিবন্ধী, নারী ও শিশুর অধিকার রক্ষা, জঙ্গিবাদ ও সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে বিশেষ উদ্যোগও অঙ্গীকারে উল্লেখ করা হয়।
এলাকার অবকাঠামো উন্নয়নে তিনি বলেন, বিভিন্ন স্থানে সেতু–কালভার্ট নির্মাণ ও সংস্কার, কাউনিয়া–পীরগাছা–হারাগাছ সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক নির্মাণ, বাজার ও হাটের আধুনিকায়ন, রাস্তাঘাটের নিরাপত্তা এবং আলোকসজ্জা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলোর মানোন্নয়ন, চিকিৎসা সেবার সহজলভ্যতা, ওষুধ সরবরাহ এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতিও তিনি দেন। গ্রামীণ বিদ্যুতের সমস্যা সমাধান, নিরাপদ লাইটিং ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতেও অঙ্গীকার ব্যক্ত করেন জাহিদ হোসেন।
তিনি বলেন, নির্বাচিত হলে হারাগাছ থেকে লালমনিরহাট পর্যন্ত যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে, যাতে মানুষের যাতায়াত ও বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হয়। শনিবার (২২ নভেম্বর) রাত ৮ দিকে হারাগাছে নির্বাচনী প্রচারণা চলাকালে ও অঙ্গীকারপত্র প্রকাশ অনুষ্ঠানে জাহিদ হোসেন আশা প্রকাশ করেন, জনগণ তাকে দায়িত্ব দিলে রংপুর-৪ আসনকে একটি আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।


