সাগর মিয়া, রংপুরঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার আওতাধীন ১০ নম্বর মধুপুর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নুর আহম্মেদ ও সদস্য সচিব ইউনুস আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার মাধ্যমে মধুপুর ইউনিয়নের ছাত্র সমাজের মধ্যে সংগঠনভিত্তিক রাজনৈতিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিয়াম আহমেদ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৌরভ ইসলাম, কোরবান আলী, আবু সাইদ, আসাদুজ্জামান নয়ন ও মেহেদী হাসান-কে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আলাউদ্দিন খান।
জানা গেছে, বদরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ সাংগঠনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে একটি আলাদা “কমিটি গঠন সেল” গঠন করেছে। এই সেল কমিটি গঠন, যাচাই-বাছাই এবং সাংগঠনিক শৃঙ্খলা তদারকির দায়িত্ব পালন করছে। সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান সাকিল।
সেলের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সদস্য সচিব হাবীবুল্লাহ হাবিব এবং সদস্য আরাফাত মুন্না। এই সেলের সুপারিশ ও পর্যালোচনার ভিত্তিতেই মধুপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠন সেলের প্রধান সাকিবুল হাসান সাকিল বলেন, “কমিটি গঠন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ছাত্রসমাজের গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পিতভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।”
তিনি আরও জানান, আগামী তিন দিনের মধ্যে আরও একটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে এবং খুব দ্রুত বদরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটিও প্রকাশ পাবে।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নুর আহম্মেদ বলেন, “ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে। মধুপুর ইউনিয়নের নতুন কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।”
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ইউনুস আলী বলেন, “এটি একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তুলতেই এই কমিটি ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত আহ্বায়ক সিয়াম আহমেদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। মধুপুর ইউনিয়নের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।” সদস্য সচিব আলাউদ্দিন খান বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। সংগঠনকে আরও গতিশীল করতে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে।”
কমিটি ঘোষণার পর মধুপুর ইউনিয়নের ছাত্র সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই নেতৃত্ব শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।


