গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় অন্তত কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে স্থায়ী শান্তির আশা দেখা দিলেও নতুন হামলায় সেই আশা আবার ম্লান হয়ে গেছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গাজার পূর্বাঞ্চলীয় আল-শাআফ এলাকায় ইসরায়েলি বাহিনীর দুটি পৃথক হামলায় চারজন নিহত হন। নিহতরা নিজেদের ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর দেখতে ফেরার সময় সেনারা গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে অগ্রসর হচ্ছিল এবং সেনাদের জন্য ‘হুমকি তৈরি করেছিল’। এই ‘হলুদ রেখা’টি গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয়, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর অবস্থান নির্ধারণ করে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় একাধিকবার সহিংসতা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসেবে, এখন পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সর্বশেষ রোববারের বিমান হামলায় ৪২ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। এদিকে হামাস দাবি করেছে, তারা এখন পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং নিহতদের মরদেহ হস্তান্তরের উদ্যোগ নিচ্ছে।


