আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার গভীর রাতে এই ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হিন্দুকুষ পর্বতমালার খোলম এলাকায়, মাজার-ই-শরীফ শহরের কাছে। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
মধ্যরাতে হঠাৎ কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পে পবিত্র মাজার-ই-শরীফ এলাকার কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা রাত থেকেই অভিযান চালাচ্ছেন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে, চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়—যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি ছিল। ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে প্রাণ হারান দেড় হাজার মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি।
ভূতাত্ত্বিকভাবে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুষ পর্বতমালার অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।


