গাঁজায় দূর্ভিক্ষ আরও তীব্র হওয়ার সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে, খেতে না পেয়ে এবং অপুষ্টিতে আরও ফিলিস্তিনি মারা যাচ্ছে। শনিবার (২৭ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গাজায় চিকিৎসারত এক চিকিৎসক জানিয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ৭০ জনের বেশি নিহত হয়েছে, যার মধ্যে ৪২ জন খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। খাবার না পেয়ে অপেক্ষার সময় ইসরায়েলিরা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, ইসরায়েলিরা খাবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ক্ষুধা সহ্য করতে না পেরে হাসপাতালগুলোতে আরও পাঁচজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারনে ৮৫ জন শিশু সহ মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে।
সংকট নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। এর পর শনিবার দিবাদত রাতে ইসরায়েল ঘোষনা করেছে তারা রবিবার “সহায়তা সরবরাহ বিতরণের জন্য বেসামরিক কেন্দ্র এবং মানবিক করিডোরে” আক্রমণ বন্ধ রাখবে। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় কোন কিছু নির্দিষ্ট করে বলেনি যে, তারা কোন কোন এলাকায় মানবিক বিরতি রাখবে।


