
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ) থেকে প্রায় ৫ শতাধিক সংবাদকর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকাকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে আসছে। এবার সংস্থাটির কার্যক্রম সীমিত করতে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেন, “এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।”
তবে, কর্মচারীদের ইউনিয়ন সরকারের এ পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভিওএ বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যম, যা ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও ও অনলাইনে সংবাদ প্রচার করে।
ইউএসএজিএম জানায়, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে অধিকাংশই ভিওএর, যেখানে শেষ পর্যন্ত মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন।
এর আগে জুন মাসে ৬৩৯ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন কারি লেক। তবে কাগজপত্রে ত্রুটির কারণে সেই নোটিশ প্রত্যাহার করা হয়। আদালতে দাখিল করা মামলার রায়ে বলা হয়েছিল, ভিওএর পরিচালককে বরখাস্ত করার ক্ষেত্রে প্রশাসন নিয়ম মানেনি। এর পরই নতুন করে ছাঁটাই পরিকল্পনা সামনে আনা হয়।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব দুর্বল করবে।