
মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের পরানপুর হাইস্কুলে এক শোকসভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রয়াত এ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এস এম শাহাদাৎ হোসেনের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শোকসভা ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ মতীন। এ সময় তিনি মরহুম এস এম শাহাদাৎ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক কর্মীই ছিলেন না, বরং ছিলেন একজন সফল সংগঠক ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে ইউনিয়ন তথা এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, জামায়াতনেতা মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মুহা. আব্দুর রকিব, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদসহ প্রমূখ।সভায় মান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং পরানপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মরহুম শাহাদাৎ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।