
সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কার্যক্রম নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায়, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সপ্তাহে শুধুমাত্র সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়া, হাসপাতালের অনুমতি ছাড়া তারা সেখানে উপস্থিত থাকতে পারবেন না এবং রোগীর ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা দেশের সকল সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। সেখানে মোট আটটি কঠোর নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
নির্দেশনায় উল্লেখ রয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সাক্ষাতের সময় নিজেদের পরিচয়পত্র অবশ্যই গলায় ঝুলিয়ে রাখবেন। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। পাশাপাশি, চিকিৎসকদের টেবিলে বেসরকারি কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখা ও নিষিদ্ধ করা হয়েছে।
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অতিরিক্ত উপস্থিতি ও চাপের ফলে রোগীদের ভোগান্তি ও কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ ছিল। নতুন নিয়মাবলী প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে।
এই নির্দেশনা থেকে আশা করা হচ্ছে, সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসকরা নিরপেক্ষভাবে রোগীদের জন্য ওষুধ প্রিসক্রাইব করতে পারবেন।