ডেস্ক রিপোর্টঃ
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।



