
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ সংগঠনটি ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। সংগঠনটির দাবি, ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় ‘মঞ্চ ৭১’ একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় হয়েছে, যার লক্ষ্য আওয়ামী লীগকে পুনর্বাসন এবং জুলাই বিপ্লবকে অবমূল্যায়ন করা।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ অভিযোগ করে, ‘মঞ্চ ৭১’-এর এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী বক্তব্য উচ্চারিত হয়েছে এবং সেখানে জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়েছে। এ ঘটনাকে ‘ফ্যাসিবাদী’ ও ‘দেশবিরোধী’ কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তারা প্রশ্ন তোলে, এসব তথ্য গোয়েন্দা সংস্থার আগেই জানা থাকার কথা, অথচ প্রশাসন নিষ্ক্রিয়।
সংগঠনটির অভিযোগ, তারা পূর্বে ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি)–কে সতর্ক করলেও সেটি উপেক্ষা করে ‘মঞ্চ ৭১’–এর সভার অনুমতি দেওয়া হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে তারা ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।
সংগঠনটির প্রধান ২টি দাবি:
১. ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, অন্যথায় মঞ্চ ২৪ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
২. ডিআরইউ সভাপতির বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যে গণমাধ্যমগুলো ‘চব্বিশের বিপ্লব’ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, বিশেষ করে চ্যানেল ওয়ানসহ যেসব প্রতিষ্ঠান পক্ষপাতদুষ্ট তথ্য পরিবেশন করছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংগঠনের আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, এবং ডিউক হুদাসহ অন্যান্য নেতারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।