এনআইডি হারালে আর জিডি করতে হবে না: ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারবেন, তবে ভোটার হতে পারবেন না। এনআইডি হারানোর পর নতুন কার্ড তুলতে আগের মতো থানায় জিডি করার নিয়মও বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে এসেছে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) তা কমিশন সভায় উপস্থাপন করা হবে।

এ ছাড়া তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে পোস্টাল ব্যালটে ভোটের জন্য একটি অ্যাপস তৈরি করা হচ্ছে, যাতে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp