শাহজাদপুর থেকে নাজমুল হক:
শাহজাদপুর (সিরাজগঞ্জ)উপজেলার কৈজুরী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মহিলা সদস্য সনেকা খাতুন । ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনে হেরে গেলেও হাল ছাড়েননি তিনি। মানুষের আস্থা ও নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে ২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ফিরে আসেন জনসেবার মঞ্চে । জয়ের পর থেকেই সনেকা খাতুনের লক্ষ্য– এলাকার উন্নয়ন।
তিনি কাজ করছেন গ্রামীন সড়ক সংস্কার, নারীদের স্বনির্ভরতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে ।
সনেকা খাতুন এই প্রতিবেদককে বলেন, “ক্ষমতা নয়, উন্নয়নই আমার লক্ষ্য । আমার এলাকার মানুষের জীবনমান বদলাতে চাই।”
দীর্ঘ লড়াইয়ের পর এই নারী জনপ্রতিনিধির পথচলা গ্রামের অনেক নারীর জন হয়ে উঠেছে অনুপ্রেরনার উত্স । উন্নয়ন আর সেবা– এই দুটো লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলাই তার অঙ্গীকার ।
মানুষের সমস্যার কথা শোনার জন্য দিনের নির্দিষ্ট সময় রাখেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, বিপদ-আপদে পাশে দাঁড়ানো– এসবই তাঁকে জনপ্রিয়তা করে তুলেছে। এলাকার নারীরা তাঁকে একজন “ভরসার মানুষ” বলে অবহিত করেন।
ভাটপাড়া গ্রামের বাসিন্দা তফিজ উদ্দিন বলেন, ” ইতোপূর্বে অনেক মহিলা মেম্বর দেখছি। সকলেই নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন । তবে বর্তমান মহিলা মেম্বর সনেকা খাতুন ব্যতিক্রম । তিনি নিয়মিত খোঁজখবর নেন আমাদের ।”
গুপিয়াখালি গ্রামের বিলকিস বেগম বলেন, “সনেকা খাতুন সত্যি একজন ভালমানুষ । একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি অনেক উদার মনের। তাঁর কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায় ।”


