দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মঙ্গলবার (শেষ ম্যাচে) পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
শেষবার ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা, তখন পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে জয় পায় তারা, একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর টানা ১১টি দ্বিপক্ষীয় সিরিজে হারের বৃত্তেই ছিল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ম্যাচটি ছিল কার্যত অঘোষিত ফাইনাল। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে তোলে ২৯৪ রান। অধিনায়ক শাই হোপ দুর্দান্ত ইনিংস খেলেন—৯৪ বলে অপরাজিত ১২০ রান, যেখানে ছিল ১০ চার ও ৫ ছক্কা। তাকে দারুণ সহায়তা করেন জাস্টিন গ্রিভস (২৪ বলে অপরাজিত ৪৩), এভিন লুইস (৫৪ বলে ৩৭) ও রস্টন চেজ (২৯ বলে ৩৬)।
জবাবে ব্যাট হাতে ধস নামে পাকিস্তানের। মাত্র ৮ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক শূন্য রানে ফেরেন, বাবর আজম ৯ রান করে এলবিডব্লিউ, আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রথম বলেই বোল্ড হন—সবকটি উইকেটই নেন পেসার জেইডেন সিলস। মাত্র ২৩ রানেই চার উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আগার ব্যাট থেকে। পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত ৯২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বল হাতে ম্যাচের নায়ক জেইডেন সিলস মাত্র ১৮ রানে নেন ৬ উইকেট, গুদাকেশ মতি নেন ২ উইকেট।


