পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল–২০২৫ ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও স্বনামধন্য প্রতিষ্ঠান উষ্টি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ।
এর আগে বুধবার বেলা ১২টায় কমিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরম বিতরণ ২০ ও ২১ নভেম্বর, জমা দেওয়া যাবে ২২ ও ২৩ নভেম্বর। যাচাই–বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৫ নভেম্বর।
তিনি আরও জানান, নজিপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড বণিক কমিটিতে বর্তমানে প্রায় ১,৪০০ ব্যবসায়ী সদস্য রয়েছেন, যারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে আসছেন।
আজ ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন—
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মু. আব্দুল মকিম, নজিপুর পৌরসভার জামায়াতের আমির মুহাম্মদ মুফাসেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, স্থানীয় ব্যবসায়ীরাই এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি। কমিটির নেতৃত্বে স্বচ্ছতা, ঐক্য ও সহযোগিতা বজায় থাকলে বাজারে একটি স্থিতিশীল ও ব্যবসায়বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


