ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাটে শ্রমিকদের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ধামইরহাট ভবনে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, পৌর শ্রমিকদল সভাপতি আব্দুল হামিদসহ উপজেলা ও পৌর শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


