মান্দা, সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন জামায়াতে উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারি বিকেল সুতিহাট বাজার জনতা ব্যাংকের সামনে
জনসভায় গনেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথির উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও ১১ দলীয় জোটের এমপি পদপ্রার্থী খন্দকার মোহাঃ আব্দুর রাকিব।
তিনি বলেন- ইনসাফের মান্দা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।“সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের রাজনীতি আর চলবে না। আগামীর মান্দা হবে উন্নয়নের রোল মডেল।” তিনি আরও বলেন, “আমার দলের কেউ দুর্নীতি করে না, কাউকে করতেও দেওয়া হবে না। বিগত সময়ে যারা অবৈধভাবে খাল-বিল ও জমি দখল করেছে, সেগুলো উদ্ধার করে প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”তিনি বেকার সমস্যা প্রসঙ্গে বলেন, “বেকার ভাতা নয়, বেকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে চাকরি তুলে দেওয়া হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন, “ফ্যামিলি কার্ডের নামে ধোঁকাবাজি দেশের জনগণ বুঝে গেছে। অতীতে ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির নামে যে প্রতারণা করা হয়েছিল, একই কায়দায় এখনও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জনগণ আর এসব ধোঁকাবাজিকে বিশ্বাস করে না।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।
জনসভায় জোট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন ও এনসিপি নেতা হাফিজুর রহমান।
এছাড়াও সাবেক মান্দা উপজেলা শিবির সভাপতি হাফেজ আমিনুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


