রাজধানীর পল্লবী এলাকায় যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রিকশাচালক গতি না বাড়ানোয় তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ চালকের নাম আরিফুল (২২)।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী ১২ নম্বর সেক্টরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের কাছে তিন-চারজন ব্যক্তি হঠাৎ এসে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে দুর্বৃত্তরা একটি অটোরিকশা থামিয়ে উঠে পড়ে। রিকশাচালক আরিফুল জানান, সন্ত্রাসীরা দ্রুত চালাতে বললেও তিনি গতি তুলতে না পারায় তার পিঠে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, আহত আরিফুল চিকিৎসাধীন আছেন এবং ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।


