শাহজাদপুর থেকে নাজমুল হক:
রোগ হলে মানুষ ছুটে যায় ডাক্তারের কাছে । কিন্তু শাহজাদপুরে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়-এখানে ডাক্তারই ছুটে যান রোগীদের কাছে । তিনি হলেন ডাক্তার এম এ মুহিত ।
চক্ষু বিশেষজ্ঞ এই ডাক্তার এমন একজন মানুষ, যিনি নিজ উদ্যোগে উপজেলার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে চক্ষু শিবিরের আয়োজন করে অসহায় মানুষের চোখের আলো ফেরানোর কাজ করে যাচ্ছেন।
শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও মানুষ অর্থাভাবে চোখের চিকিত্সা থেকে বঞ্চিত । বিশেষ করে বয়স্কদের মধ্যে ছানি, চোখে ঝাপসা দেখাসহ নানা জটিলতা দীর্ঘদিন অবহেলায় থেকে যায় । এই বাস্তবতা থেকেই ডাক্তার মুহিতের ব্যতিক্রমী উদ্যোগ ।
সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম– গালা, জামিরতা, নরিনা, খুকনি, কায়েমপুর, রুপবাটী ইউনিয়নে চক্ষু শিবির খুলেন তিনি। সেখানে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় । জটিল রোগীদের ছানি অপারেশন করা হয় । চক্ষু শিবিরে আসা রোগীদের মধ্যে বেশির ভাগ বৃদ্ধ, দিনমজুর ও দরিদ্র নারী পুরুষ ।
কারও চোখে ছানি, কারও দৃষ্টি শক্তি কমে যাওয়ায় সমস্যা । অপারেশনের পর যখন তারা আবার পরিষ্কারভাবে পৃথিবী দেখতে পান, তখন তাদের চোখের জলেই ফুটে ওঠে ডাক্তার মুহিতের কাজের সার্থকতা । স্থানীয়রা জানান, আগে চোখের চিকিত্সার জন্য শহরে যেতে ভয় পেতেন অনেকেই ।
যাতায়াত খরচ, হাসপাতালের ভিড় আর অজানা শঙ্কা- সব মিলিয়ে চিকিত্সা নেয়া হয়ে উঠত কঠিন। এখন ডাক্তার মুহিতের কারনে গ্রামেই মিলছে আধুনিক চিকিত্সা ।
ডাক্তার মুহিত বলেন, ডাক্তার হিসাবে মানুষের কষ্ট লাঘব করাই আমার দায়িত্ব । যারা চিকিত্সা সুযোগ পায় না, তাদের কাছে পৌছে যেতে চাই। একজন মানুষ যদি আবার চোখের আলো ফিরে পায়, সেটাই আমার বড় প্রাপ্তি । তৃপ্তি ।
মানবিকতা আর পেশাগত দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চক্ষু বিশেষজ্ঞ । তাঁর উদ্যোগে শুধু চিকিত্সা সেবা নয়, গ্রামবাংলার মানুষের জীবনে নতুন করে দেখার স্বপ্ন জাগিয়ে তুলছে।


