লক্ষ্মীপুরের রামগঞ্জে সাপের কামড়ে আবদুল আলিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার দাবি করছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অ্যান্টিভেনম দেননি, যা দিলে শিশুটি বেঁচে যেতে পারত। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
পরিবারের থেকে জানা যায়, দুপুরে রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা চৌকিদার বাড়িতে খেলতে থাকা অবস্থায় আলিমকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইতি জানান, হাসপাতালে অ্যান্টিভেনম নেই এবং দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
শিশুর মা মহিমা আক্তার অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দিলে আমার ছেলেটা বেঁচে যেত। অ্যান্টিভেনম না দেওয়ার কারণেই সে মারা গেছে।
শিশুর মামা মো. রাছেল শেখের দাবি, হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম না থাকার বিষয়টি অবিশ্বাস্য। তিনি অভিযোগ করেন, মূল্যবান অ্যান্টিভেনম হয়তো রোগীদের না দিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে এবং স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ চান।
অভিযোগের জবাবে চিকিৎসক ফারজানা ইতি জানান, শিশুর মা প্রথমে বলেননি যে সাপে কেটেছে, বরং বিভ্রান্তি ছিল। রক্ত পরীক্ষায় নেগেটিভ ফল আসে। অ্যান্টিভেনমের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সতর্ক করলে তারা কুমিল্লায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সরকারি অ্যাম্বুলেন্সেই তাকে পাঠানো হয়। আমাদের কাছে অ্যান্টিভেনম ছিল—কিন্তু অযথা দেওয়ার প্রশ্নই আসে না।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমাদের হাসপাতালে বর্তমানে চারজন রোগীর জন্য যথেষ্ট অ্যান্টিভেনম রয়েছে। রোগীকে রেফার্ড করলেও আগে অ্যান্টিভেনম দেওয়ার নিয়ম আছে। কেন এই ক্ষেত্রে তা দেওয়া হয়নি, তা তদন্ত করে দেখা হচ্ছে।


