ফরিদপুরে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ অবরোধ ডাকে স্থানীয়রা।
সকাল সাড়ে ৮টা থেকে ভাঙ্গার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে হাজারো মানুষ অবরোধ শুরু করে। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন এবং দাবি জানান, ভাঙ্গাকে ফরিদপুর-৪ থেকে কেটে নেওয়ার পরিবর্তে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করতে হবে। তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলেও ঘোষণা দেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কসহ ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়ক এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ মহাসড়কের একাধিক পয়েন্টে অবরোধ চলছে। এতে সব রুটের যান চলাচল বন্ধ রয়েছে।”
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুনর্নির্ধারিত সীমানার তালিকায় ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলছে।


