কুষ্টিয়া প্রেস ক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বক্সে চলতি সপ্তাহে নতুন করে ৯টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মী, কুষ্টিয়া পৌরসভার এক প্রশাসনিক কর্মকর্তা এবং ট্রাক ইউনিয়নের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিষয় উল্লেখ করা হয়েছে।
রবিবার সকালে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে তৃতীয়বারের মতো অভিযোগ বক্স খোলা হয়। এ সময় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বুলবুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ছাড়া এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, কয়েক স্থানে অবৈধ বালু উত্তোলন, ট্রাক ইউনিয়নের নামে চাঁদাবাজি এবং আওয়ামী লীগ নেতা ডা. আমিনুল ইসলাম রতনসহ দুইজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ জমা পড়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানিয়েছেন, প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।


