শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির ২৪ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। তার উপস্থিতিতেই বিএনপির এসব নেতাকর্মী জামায়াতে সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত হন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত শাখার সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ স্থানীয় নেতারা।
যোগদানকারীদের উদ্দেশে ফয়জুর রহমান ফিরোজ বলেন, “আপনারা আদর্শিক ইসলামী দলে যোগ দিয়েছেন। এখন আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী বিধিবিধান মেনে একজন ত্যাগী দায়ী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
যোগদানকারীরা জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এ দলে যোগ দিয়েছেন। তাদের বিশ্বাস, জামায়াতের প্রজ্ঞাবান নেতৃত্ব দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার বলেন, “যোগদানকারীরা আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাদের বই দেওয়া হয়েছিল, যা পড়ে তারা জামায়াতের গঠনতন্ত্র সম্পর্কে ধারণা নিয়েছেন। আপাতত তারা সহযোগী সদস্য হয়েছেন, ধাপে ধাপে কর্মী ও পূর্ণ সদস্য হবেন।”


