পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করতে নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ-এর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে জেব্রা ক্রসিং আঁকা হয়েছে। এই উদ্যোগে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভা নওগাঁ।
গত শুক্রবার ও শনিবার শহরের কাজির মোড়, নওগাঁ জিলা স্কুল, জেলা মডেল মসজিদ, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুল এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়।
শুক্রবার সকাল ৯টায় নওগাঁ জিলা স্কুলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বরেন্দ্রকণ্ঠের সম্পাদক বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি সানম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী প্রমুখ।
বন্ধুসভার সদস্যদের পাশাপাশি স্থানীয় শিল্পী বাবু সরদার ও জিয়াউল হাসান জেব্রা ক্রসিং আঁকার কাজে অংশ নেন।
বরেন্দ্রকণ্ঠ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “শহরের ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। এই ধরনের উদ্যোগ চলমান থাকবে।”


