নওগাঁর চাল বাজারে সাধারণ মানের চালকে ভারতীয় ‘ফরচুন বাসমতি’ চালের প্যাকেটে পুনরায় মোড়কজাত করে বেশি দামে বিক্রি করার অভিযোগে চার খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পৌর চাল বাজার ও পুরাতন মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন নওগাঁ জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
জরিমানাকৃত দোকানগুলো হলো- মা লক্ষী ভান্ডারকে ৫ হাজার টাকা, টিংকু চালঘরকে ২ হাজার টাকা, সালমান এন্ড সাব্বির ব্যাগ হাউস ও রুমি ট্রেডার্সকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রুবেল আহমেদ জানান, সাধারণ চালকে ফরচুন বাসমতি হিসেবে বিক্রির অভিযোগ পাওয়ার পর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি দোকানে ভারতীয় বাসমতি ফরচুন ব্র্যান্ডের প্যাকেট পাওয়া যায়, কিন্তু ভেতরে ছিল সাধারণ চাল। সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিদপ্তর আইন ধারা-৪১ অনুযায়ী চার দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের ভেজাল বা প্রতারণামূলক পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে স্থানীয় পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।


